মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জসহ সারাদেশে একযোগে প্রতিটি ইউনিয়নে করোনা ভ্যাকসিন এক সাথে শুরু করা হয়েছে।
শনিবার ০৭আগষ্ট সকাল ১০ ঘঠিকায় হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, ডেপুটি সিভিল সার্জন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা, হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী, পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ সরকারের কর্মকর্তাগন হবিগঞ্জের বিভিন্ন ভ্যাকসিন টিকা কেন্দ্র গুলো পরিশর্দন করেছেন!
এক সাথে ইউপি পর্যায়ে ভ্যাকসিন টিকা দেয়ার ব্যবস্হা করায়, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী। ও সংসদ সদস্য এডভোকেট আবু জাহির (এম পি) পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সিভিল সার্জন সহ কর্মকর্তাগন।