1. admin@notunkurisylhet.com : notun :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহুবলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার যমুন গ্রুপের প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা পোরশার নিতপুর সীমান্তে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনকে পুটিজুরী ইউ/পি চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা বাহুবলে গলায় ফাঁস লাগিয়ে ৭২ বছর বয়সী বৃদ্ধর মৃত্যু। নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জেরে যুবক খুন, গ্রেপ্তার ১ অবশেষে উন্মক্ত হলো কপিলমুনি ধান্য চত্বর নওগাঁর পত্নীতলায় এক গরু ব্যাবসায়ীর আত্মহত্যা র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে . র‌্যাব মহাপরিচালক নলছিটিতে দিনব্যাপি পিএফজি’র কর্মশালা

পূর্ব গোয়ালবাড়ীতে চা বাগানের সরকারী উচু টিলা ইউপি সদস্যের নির্দেশে কর্তন

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় চলছে অবাধে পাহাড় ও টিলা নিধনের উৎসব। পরিবেশ মন্ত্রীর কঠোর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও থামছে না এসব পাহাড় ও টিলা কাটা। জুড়ীর পূর্ব জুড়ী ও সাগর নাল ইউনিয়নে চলছে উৎসবের মধ্যে দিয়ে টিলা কাটার প্রতিযোগীতা।

 

গত বৃহস্পতিবার (২৩/২) সরেজমিনে দেখা যায়, উপজেলার ২ নং পূর্ব জুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে পূর্ব গোয়ালবাড়ী (হালগরা) গ্রামের আতিয়া বাগ চা বাগানের রাবার বাগান ও চা বাগানের সরকারী টিলা কেটে কৃষি জমি ভরাট করে চলছে বাড়ীর ভিটে নির্মানের উৎসব।

 

অনুসন্ধানে জানা যায়, পূর্বজুড়ীর ১নং ওয়ার্ডের প্রায় ১২ টি পরিবারের মধ্যে ৯-১০ টি অসহায় পরিবারের নিকট থেকে স্থানীয় (ময়না মেম্বার) নামের এক দালাল নগদ অর্থ নেয় গৃহ নির্মানের নামে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য রেজান আলী সরকারী টিলা ব্যক্তিগতভাবে জরিপ করে দখল প্রদান করেন প্রায় ১০ টি পরিবারকে। উক্ত দখলদারদেরকে স্ব-স্ব দখলীয় টিলার বসত ঘরের ভিটে প্রস্তুত করতে ও নির্দেশ প্রদান করেন।

 

পরবর্তীতে দখলদাররা যৌথ ভাবে ইউপি সদস্যে মোঃ লতিবুর রহমান রেজানের নির্দেশে সরকারী বিশাল এ সু-উচ্চ টিলা কেটে পরিবেশ আইন লঙ্গন করেছেন। সরকার যেখানে অবৈধ দখলীয় ও পরিত্যাক্ত জমি উদ্ধার করে অসহায় ও গৃহহীনদের মধ্যে বণ্টন করে দিচ্ছে সেখানে সরকারী চা বাগান ও রাবার বাগানের টিলার জমি দখল করিয়ে টিলা নিশ্চিহ্ন করে কৃষি ফসলী জমি ভরাট করিয়ে দিচ্ছেন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হচ্ছে।

 

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী এ প্রতিবেদককে জানান, চাঁদার অর্থ না দেওয়াতে ইউপি সদস্য লতিফুর রহমান অরফে রেজান আলী আমার নামের ভিটের দখল আমাকে বুজিয়ে দেননি।

 

এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ লতিবুর রহমান রেজানের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

রাজনৈতিক মহলের ধারনা পূর্বজুড়ী ও সাগরনাল ইউনিয়নে অবাধে বড় বড় সরকারী টিলা কাটার নেপথ্য পরিবেশ ও বন মন্ত্রীকে বেকায়দায় ফেলতে উটেপড়ে লেগে আছে।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting