গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে জনসচেতনতায় মিডিয়ার অংশগ্রহণের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে সেইফ ওয়াটার প্রজেক্ট গোয়াইনঘাট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র নিরাপদ পানির প্রকল্পের প্রজেক্ট অফিসার (প্রকল্প কর্মকর্তা) রবীন্দ্র যাকোব ত্রিপুরার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় নিরাপদ পানির ব্যবহার, উপকারিতা ও প্রয়োজনীয়তাসহ ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন নিরাপদ পানির প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মো. তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, প্রচার সম্পাদক ইলিয়াস আকরাম, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য আব্দুল মালিক, মনজুর আহমেদ, আলী হোসেন, দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পিসহ গোয়াইনঘাটে কর্মরত সংবাদ কর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।