মোঃ জাকির হোসেনমৌলভীবাজারপ্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে সিলেট বন বিভাগের অধীনস্থ লাঠিটিলা রিজার্ভ এলাকা থেকে সেগুন কাঠ পাচার কালে কাঠ বুঝাই একটি সিএনজি আটক করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়,সোমবার (২০ফেব্রুয়ারি) রাতে একটি সিএনজি যুগে সেগুন কাঠ পাচার কালে খবর পেয়ে বন বিভাগের লোকজন কাঠ বুঝাই সিএনজিটি আটক করে জুড়ী রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
সিএনজিতে ৯ ফুট সেগুন কাঠ ছিল। কাঠের বাজার মূল্য ২০ হাজার টাকা বলে বন বিভাগ সূত্রে জান গেছে। সূত্র আরো জানায় হায়াছড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র এনাম মিয়াসহ আরো কয়েকজন সেগুন কাঠ পাচারের সাথে জড়িত রয়েছে। জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো, আলাউদ্দিন বলেন, সেগুন কাঠ পাচারের সাথে জড়িত ৩ জনকে আসামী করে বন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।