সুনামগঞ্জ প্রতিনিধি: জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান রায়হান ও রীমা বেগম দম্পতিকে একটি শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে। তাঁদের সম্মানে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী মোকামপাড়া গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ শায়েখুজ্জামান (শায়েখ) এর সুযোগ্য কন্যা যুক্তরাজ্য প্রবাসী মোছাঃ রীমা বেগম আজ ২২ শে ফেব্রুয়ারী রোজ বুধবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী স্বামী মোঃ মুজিবুর রহমান রায়হান ও সন্তানাদি সহ শ্বশুরালয় এর লোকজন নিয়ে পিত্রালয়ে এসে পৌঁছেন।
তাদের আগমন উপলক্ষে রীমার পিতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ শায়েখুজ্জামান (শায়েখ) ও পরিবারবর্গের আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন এর নেতৃবৃন্দ শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রীতিভোজ অনুষ্ঠান এর আগ মুহূর্তে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ মুজিবুর রহমান রায়হান ও রীমা বেগম দম্পতিকে বিদ্যালয় প্রাঙ্গণে ফুল দিয়ে বরন করেন।