শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি: শ্রদ্ধাঞ্জলি,প্রভাত ফেরী,আলোচনা সভা,অনির্বাণ মিলনায়তনের নাম করন,শিক্ষক সম্মাননা,স্কুল ড্রেস বিতরণ,মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।২য় পর্বে অনির্বাণ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে ছিল সকল অতিথি বৃন্দ অনির্বাণের প্রতিষ্ঠাতা সভাপতি কালিদাস চন্দ্র চন্দ্র স্যারের নামে মিলনায়তনটি নামকরণের উদ্বোধন। এরপর মঞ্চে অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বিনিময়।
এ পর্বে অনির্বাণের সম্মানিত সভাপতি রহিমা আক্তার সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অব: সচিব নৌপরিবহন মন্ত্রণালয়ের জনাব অশোক মাধব রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়দেব কুমার ভদ্র,ডি আই জি ও প্রতিষ্ঠাতা অনির্বাণ লাইব্রেরি, জনাব মাসুদ করিম,এ্যডিশনাল ডি আই জি, খুলনা, জনাব রবিউল ইসলাম,পুলিশ সুপার,খুলনা রেলওয়ে,সংবর্ধিত শিক্ষক কালিদাস চন্দ্র,অব: উপাধ্যক্ষ অশোক ঘোষ,শিক্ষক যামিনী সরকার, শিক্ষক হরেকৃষ্ণ দাশ,অব: অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক সভাপতি সমীরন দে,এ্যড বিপ্লব কান্তি মন্ডল, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রবীন শিক্ষক মহাদেব হরি সহ অনেকে। এসময় গুনী শিক্ষক কালিদাস চন্দ্র স্যারকে সকলে সংবর্ধনা প্রদান করা সহ আরো ৪ জন প্রবীন শিক্ষক যামিনী সরকার,মহাদেব হরি, সুবোল চন্দ্র ঘোষ ও সমীরন দে স্যারদের জনাব আইয়ুব আলী মোড়লের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এরপর এপিএস গ্রুপের চেয়ারম্যান জনাব হাসিব উদ্দিনের সৌজন্যে ৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণের উদ্বোধন করা হয় এবং মনিরুদ্দিন কল্যান ট্রাস্টের সহায়তায় ২১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি,সনদপত্র ও অতিথিদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।সর্বশেষ অনির্বাণ শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।