সুনামগঞ্জ প্রতিনিধি: দৈনিক এই বাংলা স্টাফ রিপোর্টারঃ-, দৈনিক আমাদের সিলেট উপজেলা প্রতিনিধি, দৈনিক চলমান বাংলাদেশ এর প্রকাশক, ফ্রেন্ডস টিভির জেলা প্রতিনিধি, দৈনিক প্রচেষ্টা নিউজ এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মোঃ আঃ মান্নান’র বড় মেয়ের মোছাঃ মমতা আক্তার জুঁই এর ১৫তম শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল মমতা আক্তার জুঁই।
এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রচেষ্টা নিউজ পরিবার, সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন মমতা আক্তার জুঁই, পিতা-মাতা, দাদু ভাইয়া-বুবু, চাচ্চু-ছোট মা, ফুফা-ফুফি, নানা-নানী, ও ছোট ভাই-বোনসহ সকল আত্মীয় স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে দোয়া কামনা করেছেন।
মমতা আক্তার জুঁই শুভ জন্মদিনে আমরা এই প্রত্যয় করছি যে ‘ এমন জীবন করিবে গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভূবন। শুভেচ্ছান্তে: সুমাইয়া, বৃষ্টি, জান্নাত ও আরিফ।