জুবায়ের আহমেদ,বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।সোমবার ২০ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় যন্ত্রদানব এক্সভেটর দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে জসিম উদ্দিন নামে একজনকে আটক করে মোবাইল কোর্ট।
জানা যায়, দীর্ঘদিন যাবত একটি শক্তিশালী মাটি ব্যবসায়ী সিন্ডিকেট উপজেলার বিভিন্ন স্থানে দাপটের সাথে ফসলি জমি সহ কৃষি অকৃষি জমি থেকে যন্ত্রদানব এক্সভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে। উপজেলা প্রশাসন কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করার পর ওই অবৈধ মাটি ব্যবসায়ীরা দিনের বদলে রাতে মাটি কাটা শুরু করে।
যার ফলে অবৈধ মাটি ব্যবসায়ীদের দমন করতে হিমসিম খাচ্ছে প্রশাসন ও বিভিন্ন জনপ্রতিনিধিরা।সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ রুহুল আমিন।এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ফতেহপুর গ্রামের কাছুম আলীর ছেলে জসিম উদ্দ ন (২৬ )কে আটক করে নিয়ে আসা হয়।
সন্ধ্যা ৭ টার দিকে সহকারী কমিশনার( ভূমি) মোঃ রুহুল আমিনের কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে জসিম উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করে মুচলেকার মাধ্যমে স্নানঘাট ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক রাহিন ও ইউপি সদস্য বিকাশ চন্দ্র দাসের জিম্মায় চেড়ে দেয়া হয়।