সুনামগঞ্জ প্রতিনিধ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন কর্তৃক জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ই ক্রিকেটে খেলায় জাতীয় পর্যায়ে ৩য় স্হান অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল দশ ঘটিকার সময় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান উজ্জ্বল। বশির আহমদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সুপার সিক্সটির উপদেষ্টা তারেক আল মঈন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার তাং, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, তরুন সমাজকর্মী মিছবাহ উদ্দিন রুমি, দেশপ্রবাস সম্মিলিত সামাজিক সংগঠনের সভাপতি নুরুল হক আর্মি, মোহাম্মদ নুরুল আলম।
এসময় সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন কর্তৃক শুভেচ্ছা বক্তব্য রাখেন তোফাজ্জল ইসলাম,টিম লিডার সাচনা বাজার ইউনিয়ন।
অনুষ্ঠান পরিচালক ছিলেন বায়েজিদ আহমদ মারুফ ও রাহাদ আলম হৃদয় ।এছাড়া আরো উপস্থিত ছিলেন আব্দুস সামাদ আফিন্দী , সালমান শাহ, শাহরিয়ার ইসলাম, হিমেল, সুমন শিকদার, মিনহাজ লাদেন, সালমান আহমেদ নেছার, আমির হামজা, খোকনসহ সংগঠন ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দেখিয়ে দিয়েছে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পিছিয়ে নয়,এগিয়ে রয়েছে।দেশের বিভিন্ন অঞ্চলের ভালো ভালো দল কে হারিয়ে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে। সিলেট অঞ্চল কে উজ্জ্বল করেছে।জামালগঞ্জের সম্মান দেশব্যাপী পৌঁছে দিয়েছে।তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।