বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাহুবল বাজারের ময়লা আবর্জনার স্তুুপে আগুন দেয়ার ফলে বিষাক্ত ধোয়ায় দম বন্ধ হওয়ার উপক্রম হয় মসজিদে নামাজরত মুসল্লীদের। করাঙ্গী নদীর তীরে বাজার মাসজিদের পাশে পেয়াজ-রসুনের খোসা ও মরিচ সহ মসলা জাতীয় দ্রব্যের ময়লার বাগারে আগুন দেয়ার ফলে সৃষ্টি বিষাক্ত ধোয়া। ঝাঁঝালো বিষাক্ত ধোয়ার কারণে পাশের মসজিদে মাগরিবের নামাজরত মুসল্লীরা হাঁচি ও কাশিতে হাফিয়ে উঠেন।
২০ ফেব্রুয়ারী সোমবার মাগরিবের নামাজের সময় বাহুবল বাজার মসজিদে এ ভয়াবহ অবস্থার মুখে পড়েন মুসল্লীরা। এসময় ভুক্তভোগী মুসল্লীদের মাঝে দেখা দেয় ক্ষোভ। পরে কোন কোন মুসল্লী ময়লার স্তুপের আগুনে পানি দিয়ে নিভিয়ে দিলেও ধোয়া উড়তে থাকে। আশপাশের ব্যবসায়ীসহ ক্রেতাসাধারণও এ ঘটনায় ভোগান্তির শিকার হন। এ বিষয়টির প্রতি বাজার কমিটি সহ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।