স্টাফ রিপোর্টার: জাতীয় দৈনিক ভোর বেলা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মোঃ আমির হোসেন। এছাড়া তিনি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে কাজ করে যাচ্ছেন।তিনি দৈনিক সবুজ বাংলা,মাতৃভূমি সংবাদ, সোনালী সময়, তাড়াশ টাইমস,চলমান বাংলাদেশ সহ বিভিন্ন পত্রিকায় কাজ করে যাচ্ছেন।
তিনি তাহিরপুর উপজেলার সন্তান। দীর্ঘ পাঁচ বছর যাবত সুনামের সহিত সাংবাদিক করে যাচ্ছেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া ছেয়েছেন নিউজের জন্য যোগাযোগ মোবাইল নম্বরঃ 01811952512 ইমেইল: hossianamir502@gmail.com