গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নতুন বাজার ফুটবল প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এনপিএল পরিচালনা কমিটির আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়াউল খান জিয়ারতের সভাপতিত্বে ও মশিউর রহমান মনি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ছরোয়ারদী হোসেন, বিশিষ্ট মুরুব্বী ও সমাজ সেবক জুলহাস উদ্দিন শিকদার, পূর্ব জাফলং ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল করিম রাসেল, আজির উদ্দিন সরকার, পূর্ব জাফলং ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. ইব্রাহিম খান, ৯ নং ওয়ার্ড সদস্য মো. শাহজাহান মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য দৌলত খান, ৬নং ওয়ার্ড সদস্য নূর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নতুন বাজার ফাইটার্স বনাম বসুন্ধরা কিংস নতুন বাজার ফুটবল দলের মধ্যকার খেলায় নতুন বাজার ফাইটার্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস।