হবিগঞ্জ জেলা তাঁতী লীগের উদ্যোগে দুই এমপির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
নতুন কুড়িঁ নিউজ ডেস্ক রিপোর্ট; হবিগঞ্জ-২ আসনের সাংসদ আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ-১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ ও হবিগঞ্জ সদরের উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম করোনায় আক্রান্ত রয়েছেন।
তাঁদের সকলের রোগমুক্তি কামনায় হবিগঞ্জ জেলা তাঁতী লীগের উদ্যোগে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মুদ্দত আলীসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রত্যেকের আশু আরোগ্য কামনা করছেন এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান ও এটিভি সংবাদের হবিগঞ্জ ব্যুরো প্রধান সৈয়দ আব্দুল মান্নান।