নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জে তিন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানই পাশ করেছেন। আজ বুধবার (২৯ মে) তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাইয়ে মুশফিউল আলম আজাদ ও শায়েস্তাগঞ্জে আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
তিনজনই তিন উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন৷