হবিগঞ্জের বাহুবলে ভ্রম্যমান আদালত পরিচালনাকালে মিঠু!
ক্যাপশন ॥ সম্প্রতি হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর কনক দেব মিঠুকে ইউএনও স্নিগ্ধা তালুকদারের সাথে একটি ইউনানী ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দেখা যাচ্ছে কাগজপত্র পরীক্ষা করতে।
ছবি দেখে মনে হয় যেন, মিঠু নিজেই ম্যাজিষ্ট্রেট! এই হাবভাব’কে কাজে লাগায় মিঠু। এভাবেই গোপন প্রতারণার মাধ্যমেই তিনি আজ অর্থ বিত্তের মালিক বনেছে বলে সচেতন মহলের ধারণা।