নতুন কুড়িঁ সিলেট নিউজ রির্পোটঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রাদগাঁও গ্রামে দুই সন্তানের জননী
রত্না আক্তার (২২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ।
পারিবারিক সূত্র জানাযায়,,বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের আইয়ূব আলীর কন্যা রত্না আক্তারের বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামের একই ওয়ার্ডে রাদগাঁও গ্রামে, বিয়ের পর থেকেই রত্নার সংসারে নানারকম নির্যাতনের শিকার হন, নিহত রত্নার স্বামী একজন দিন মুজরো সে মাজে মধ্যে কাজে যায় আবার বাড়িতে বসে অলস সময় পার করত, তা নিয়ে সংসারের শুরুতেই চলছিলো সমস্যা, মাজে মধ্যে সংসারের দিক এবং নানান সমালোচনায় দিকে থাকিয়ে
রত্নার সংসারের যোগান দিতেন তার বাবার বাড়ির লোক, শুরু হয় সুজনে কৌশলগত পূজির রাজ্য,
দু এক দিন পর পরই সুজন রত্নাকে নগদ টাকা ও ঘরের খাবারের জন্য সদাইয় নিয়ে আসতে নানা রকম পন্থা অনুসরণ করে, মাজে মাজে আবারো থাকে নিয়ে বিভিন্ন জায়গায় অবৈধ কাজের জন্য পাটিয়ে দিবে এমনও বলে থাকত বলে জানান নিহতের বড় বোন নিসফা আক্তার (২৫) তিনি বলেন আমার বোন চেয়ে ছিলো কষ্ট করে সংসার টিতে জীবন পার করে দিতে, কিন্তু এই খুনী আমার বোনকে আর বাঁচতে দিলনা,
অন্যদিকে নিহতের বোন বলেন আমরা কিছু করার নেই
আল্লাহ আছেন, এবং আইন তাকে শাস্তি দিবে, আমি ও আমার পরিবার আইনের কাছে বিচার চাই, যে আমার বোনের ঘটনার সঠিক ভাবে তদন্তের মধ্যে আসল খুনিরা বেরিয়ে আসে, তিনি আরো বলেন আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষতের চিহ্ন রয়েছে ।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অসি তদন্ত আলমগীর কবির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ২৭ মে সকাল ১০ টায় ঘটনাটি শুনেছি তাত্ক্ষণিকভাবে এস আই তোফায়েল ও এস আই হাসান সহ পুলিশের একটি টিম পাটিয়েছি