বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিক ও কলামিষ্ট স্বপন মাহামুদকে হত্যা চেষ্টার দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করা হয়েছে।
মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মামলার বাদি আপন ছোট ভাই কুদ্দুস খান জানান, গত ১৪ ফেব্রুয়ারী সকালে উপজেলার পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে তাদের পৈত্রিক ওয়ারেশী স্বত্ব দখলীয় জমিতে লেবার নিয়ে মাটি কাটাঁর কাজ করছিল।
এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জনৈক ফারুক শেখের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী তাদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় সাংবাদিক স্বপন মাহামুদ ও ভাই কুদ্দুস খান আহত হন।
গুরূতর রক্তাক্ত জখম স্বপন মাহামুদকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়। এ ঘটনায় ভাই কুদ্দুস খান বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় ১৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন।
মামলা নন্বর -১৪।তিনি মানববন্ধনে আরো জানান, হামলার সময় মোরেলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।
পরবর্তীতে ৯৯৯ ফোন দেয়া হলে তখন পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তার আহত ভাইকে উদ্ধার করে। কিন্তু ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও কোন আসামি গ্রেফতার হয়নি।মামলা তুলে নেয়ার জন্য আসামীরা হুমকি দিচ্ছে।