বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর নামক স্থানে রাস্তা সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া গেছে।
তার বাড়ি বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামে। নাম আব্দুল আলী। সে ওই গ্রামের আব্দুল গফুরের পুত্র এবং পেশার দিন মজুর। বুধবার (২ মার্চ) সকাল ৯ টার দিকে এ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।