ঢাকার সাভারে বাসের জন্য অপেক্ষায় থাকা পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে গিয়ে ঠেকেছে একটি বাস। এ ঘটনায় প্রাণ গেছে এক পথচারীর, আহত হয়েছেন তিনজন। বাসের সাত যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৩ডিসেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া পেশায় মুদি দোকানি তার বাড়ি সাভারের আশুলিয়ার আনারকলি পুকুরপাড় এলাকায়। তবে আহত তিনজনের পরিচয় জানা যায়নি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সুজন তার স্ত্রীকে ডাক্তার দেখাতে সাভার যাওয়ার জন্য সিএন্ডবি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
সে সময় ঢাকাগামী সৌখিন পরিবহনের দ্রুতগতির একটি বাস সুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন মারা যায় এবং আহত হন সুজনের স্ত্রী ও বাসযাত্রীসহ দাঁড়িয়ে থাকা কয়েকজন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, বাসের চালক নিয়ন্ত্রণে হারানোয় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।