নতুনকুড়িঁসিলেট নিউজঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন জায়গায় থেকে বাহুবল মডেল থানা পুলিশ ৩,আগস্ট অভিযান পরিচালনা করে চার জন আসামি কে গ্রেফতার করে ৪ আগষ্ট কোর্টে প্রেরণ করে।
জানাযায় বাহুবল উপজেলা চার শিশু হত্যা মামলা যার ধারা ৩০২-২০১-১০৯-৩৪ দন্ডপ্রাপ্ত পলাত আসামি খিলমই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে ইউছুব কে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার,
এবং একই উপজেলার সাতকাপন ইউনিয়নের জগৎপুর গ্রামের নারী শিশু মামলা ৭৭/২১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি মৃত বাবু মিয়ার ছেলে হিরা মিয়া, মৃত ছাবু মিয়ার ছেলে লাল মিয়া কে
সহ চুরির মামলা ০৭/২১ যার তারিখ ২২-০৫-২১ এ আসামি পূর্ব ভাদেশ্বর গ্রামের অনু মিয়ার ছেলে আল-আমীন কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি তদন্ত কর্মকর্তা আলমগীর কবির আমাদের প্রতিনিধি কে জানান আমাদের বাহুবলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।