শাহ্ রিয়ার আহমেদ সাগর বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে বিভিন্ন সরকারি জায়গা অবৈধ দল করে ক্রয় বিক্রয়ের মহা উৎসব চলছে বলে জানান বাজার ইজারাদার শামীম আহমেদ,
এ বিষয়ে খুজ নিতে গিয়ে দেখা যায় খুলা বাজারের একটি বিট ছিলো ভুষিমাল ব্যবসায়ী রিংকু পালের সে দীর্ঘ দিন যাবত এই বিট টি তার দখলে রেখেছিলো,
কিন্তু বাজার ইজারাদার এই বিটের জমা কখনো পাননি বলে জানান, উল্লেখ সরকারি বাজারে এই বিট টি রিংকু পাল ২ লক্ষ ২৫ হাজার টাকায় গোপনে বিক্রি করে পেলেন বলে জানান বাজার ইজারাদার শামীম,
বিট টি ক্রয় করেন একই উপজেলার ভেড়াখাল গ্রামের লিটন নামে এক ব্যাক্তি, এ বিষয়ে বাহুবল বাজার ইজারাদার শামীম আহমেদ জানান যে এই বিট বিক্রি হয়েছে আমি শুনে তাদের কাজ বন্ধ রাখি,
কারণ সরকারের জায়গা অবৈধ ভাবে বিক্রি করার কোনো নিয়ম নেই, আমি প্রশাসন বরাবর অভিযোগ দিব।