বাহুবল প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে বাহুবলে মফস্বল সাংবাদিক ফোরাম ও বাহুবল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বিকেল ৩ টায় বাহুবল হাসপাতাল এলাকায় বাহুবল প্রেস ক্লাব কার্যালয়ের পাশে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সহসভাপতি ও বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান , বাহুবল প্রেস ক্লাবের সহসভাপতি সোহেল আহমদ কুটি ,
সাধারণ সম্পাদক ও করাঙ্গী নিউজ ডটকমের সম্পাদক মোঃ সিদ্দিকুর মাসুম, নতুন কুড়িঁ সিলেট এর সম্পাদক মোঃ ছাদিকুর রহমান রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাহুবল উপজেলা শাখার সভাপতি হাসিনা আক্তার, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মেম্বার শামীম আহমেদ, আমার সিলেট নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল উদ্দিন ইমন, দৈনিক আমার সংবাদ পত্রিকার বাহুবল প্রতিনিধি জুবায়ের আহমদ, দৈনিক খোলা কাগজ পত্রিকার বাহুবল প্রতিনিধি আজিজুল হক সানু,সারা বাংলা পত্রিকার প্রতিনিধি আবু ছালেক,মোঃ জালাল আহমেদ, দুলাল মিয়া প্রমুখ। সমাবেশে বক্তৃতারা দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।