1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

বাহুবলে পুলিশের ধাওয়া খেয়ে চোরাই গরু বোঝাই পিকআপ খাদে: ২টি গরু উদ্ধার

এফ আর হারিছ বাহুবল থেকে
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৮১ বার পঠিত

এফ আর হারিছ, বাহুবল থেকেঃ বাহুবলে পুলিশের ধাওয়া খেয়ে চোরাই গরু নিয়ে পালিয়ে যাবার সময় গরু বোঝাই পিকআপটি খাদে পড়ে যায়।

 

এ সময় চোরাই ২ টি গরু উদ্ধারসহ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। গাড়ির চালকসহ অন্য চোরেরা পালিয়ে যায়।

 

ঘটনাটি ঘটেছে বুধবার রাত ২ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর থেকে কদ্দুসের বাড়ি রাস্তার তকিয়া নামক স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে গরু ও ছাগল চোরের উপদ্রব বেড়ে যায়। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে শুধুমাত্র ভাদেশ্বর ইউনিয়নেই  প্রায় ২০/২৫টি গরু ও ৩০/৪০টি ছাগল চুরি হয়েছে বলে জানা গেছে।

 

এতে স্থানীয় জনতা আতংকে রাত যাপন করে যাচ্ছেন প্রতিনিয়ত। বুধবার রাতে কদ্দুসের বাড়ি থেকে রশিদপুর আঞ্চলিক রাস্তার ইউনিয়ন পল্লী ক্লিনিকের সামনে একটি পিকআপে কিছু লোক গরু বোঝাই করতে দেখে স্থানীয় জনতা কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন দিলে  তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সোহেল আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে চলে আসে।

 

এ সময় পুলিশ পিকআপকে লক্ষ্য করে কাছে আসার সময় চোরচক্রটি পুলিশের অবস্থান টের পেয়ে পিকআপ নিয়ে পালিয়ে যাবার সময় উল্লেখিত স্থানে পৌচলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পার্শ্ববর্তী ধান জমিতে পড়ে যায়।

 

এতে গাড়িতে থাকা অন্যান্য চোরগুলো পালিয়ে গেলেও পুলিশ পুকুরপাড় গ্রামের পান ব্যাবসায়ী পিনসু মিয়ার পুত্র জাব্বির মিয়া ( ৩০)আটক সহ ২ টি গরু উদ্ধার করতে সক্ষম হয়।

 

উদ্ধারকৃত গরুগুলো স্থানীয় এক মুরুব্বির জিম্মায় রেখে আসা হয়েছে বলে জানা গেছে। এসব গরু – ছাগল চুরিতে স্থানীয় একটি শক্তিশালী চক্র জড়িত রয়েছে বলে জানান এলাকাবাসি।

 

এদিকে  রাতসহ দিনের বেলায় ছাগল চুরিতে কিছু অসাধু সিএনজি চালকরা জড়িত আছে বলে ধারনা করেছেন,  স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ নাছিম উদ্দিন। দুর্ঘটনা কবলীত পিকআপটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting