নতুন কুড়িঁ সিলেট নিউজঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমিসেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল শ্লোগানকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে স্হাপিত আপনঘরে তথ্যকেন্দ্র কাম সেবাডেস্কে ৬ জুন সকাল থেকে শুরু হয়েছে বিশেষ ভূমি সেবা কার্যক্রম।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের উদ্ভোধন করা হয়। ভূমিসেবা সংক্রান্ত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বেলুন ইত্যাদি দিয়ে সাজানো হয় সেবাডেস্কটি। সেবাডেক্সে উপজেলা সহকারী কমিশনার ভুমি খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাগন সেবা কার্যক্রম চালান।এর পাশাপাশি আগত তুমি মালিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
সেবাপ্রত্যাশীদের জন্য ‘সেবা-রেজিস্টার’ খোলা হয়েছে। ভূমি সেবাডেস্কে ভূমি উন্নয়ন কর আদায়ে অনলাইন রেজিস্ট্রেশন, তাৎক্ষণিক ই-নামজারি সেবা প্রদান, ভূমি সংক্রান্ত পরামর্শ প্রদান, বিবিধ ও রিভিউ মামলার আবেদন গ্রহণ, খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণসহ বন্দোবস্তের কবুলিয়ত দলিল প্রদান করা হচ্ছে। অপর দিকে ।
সেবাপ্রত্যাশীদের জন্য ‘সেবা-রেজিস্টার’ খোলা হয়েছে। ভূমি সেবাডেস্কে ভূমি উন্নয়ন কর আদায়ে অনলাইন রেজিস্ট্রেশন, তাৎক্ষণিক ই-নামজারি সেবা প্রদান, ভূমি সংক্রান্ত পরামর্শ প্রদান, বিবিধ ও রিভিউ মামলার আবেদন গ্রহণ, খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণসহ বন্দোবস্তের কবুলিয়ত দলিল প্রদান করা হচ্ছে।
বাহুবলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আপনঘরে ভূমি সেবা কার্যক্রম শুরু,,
অপর দিকে উপজেলা ভূমি অফিসের পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ব্যানার-ফেস্টুন দিয়ে সাজিয়ে বিশেষ সেবা প্রদান করা হচ্ছে। দিনভর সেবা প্রদান কালে সেবাডেক্সে ১২ হাজার ১ শ” ১০ টাকা ভুমি উন্নয়ন কর আদায় ও ২২ টি ই নামজারী চুড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে।