বাহুবলে জুমুর গাছের ডালে ঝুলন্ত লাশ উদ্ধার
সাগর আহমেদ বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার ফয়জাবা নতুন কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আঃ হাসিম চৌধুরী ৫০ এর মৃত্যু হয়,
জানাযায় আঃ হাসিম চৌধুরী গ্রামের বাড়ি বক্তারপুর গ্রামে সে মৃত আঃ মতলিব চৌধুরীর ছেলে, পরিবার সূত্র জানাযায় তিনি দীর্ঘদিন যাবত ফয়জাবাদ নতুন কোয়ার্টারে বসবাস করে আসছেন, তিনি এখানে নতুন করে একটি সংসার ও করেন, তিনি এখানে মিনারা খাতুন নামে এক মহিলাকে বিয়ে করেন, মিনারা কোয়ার্টার এলাকার আয়াজ আলীর মেয়ে বলে জানাযায়। নিহত ব্যক্তির বিষয় বাহুবলের কামাই ছড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই সেলিম জানান আমরা প্রাথমিক ভাবে লাশের ঘায়ে কোথাও কোনো ছিন্ন পাইনি।
অন্যন দিকে পরিবারের পক্ষ থেকে নিহতের চাচাত ভাই মানিক চৌধুরী বলছেন আমার ভাই নিজে মরেনি থাকে মারা হয়েছে, আমরা মামলা করব আইন তাদের বিচার করবে।