নিজস্ব প্রতিনিধি : বাহুবলে অভিযানের খবর পেয়ে ভেকু ফেলে অপরাধীরা পালিয়ে গিয়েও রক্ষা মিলেনি। দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে অবশেষে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করলেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
আজ বৃহস্পতিবার বিকেল ২টার দিকে বড়ইউড়ি গ্রামের পাশে হাওরে অবৈধভাবে মাটি উত্তোলনকারী মোঃ সুমন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে এ জরিমানা করা হয়। সে ওই গ্রামের মোক্তার হোসেনের পুত্র।