প্রেস বিজ্ঞপ্তিঃ বাহুবল রাজাপুর গ্রামের আগুনে দগ্ধ অসহায় শিশুর পাশে দাড়াল কে.এম ফাউন্ডেশন।
১৩ জুন রোজ রবিবার আজ কে.এম ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রায় ১৫ দিনের যাবতীয় বাজার ও খাদ্য সামগ্রী দগ্ধ শিশু ও তার দাদীর কাছে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কে.এম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ এস এম রেদুয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক রমজান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পাভেল,সদস্য জাকারিয়া আহমেদ।
কে.এম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রহমত মুন্নার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ফাউন্ডেশনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অসহায়, হতদরিদ্র মানুষের পাশে এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।