নতুন কুড়িঁ সিলেট নিউজঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার রুপাইছড়া রাবারর বাগানের একটি পরিত্যক্ত বশিউক রুপাইছড়া রাবার বাগানের পুরনো স্কুল ভবন। রক্ষণাবেক্ষণ ও কর্তৃপক্ষের খামখেয়ালিতে ভবনটি জরাজীর্ণ হয়ে পরলেও জমে উঠছে মাদকের জমজমাট আসর।
জানা যায়, এককালে এটিকে সংশ্লিষ্টরা স্কুল হিসেবে ব্যবহার হচ্ছিল এই ভবন টি। তাতে স্টাফ কোয়ার্টারের ছেলে-মেয়েরা এখানে পড়াশোনা করতে করছিলো।
তখন এই স্কুলে শিক্ষার্থীদের জন্য নিয়মিত পাঠদান করাতেন শিক্ষক গন কিন্তু, রহস্যজনক কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় প্রাইভেট স্কুলটি। বন্ধ হওয়ার পর কেউ এদিকে নজর দেননি।
ইতিমধ্যে ভেঙে গেছে দরজা-জানালা। ভবনটির দৃশ্যতে প্রায় পরিত্যক্তের মতই ধারণা করে চলছে ।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, কারো সুদৃষ্টি না থাকাতে রাতের আধারে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে এসে বখাটেপনার ও মাদকসেবিদের আসর তৈরি করে চালিয়ে যায় রাত বিরাতে ।
এদিকে এলাকায় নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় কয়েকশত পরিবারের লোকজন তাদের কোমল মতি শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছাতে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে। এক থেকে দের কিলোমিটার দূরে যেয়ে পড়াশোনা করতে হয়।
এছাড়া যে একটি কেজি স্কুল রয়েছে। সেটিই এখন যেন ভরসাস্থল হয়েছে। অভাবী পরিবারের অনেক সন্তানরাই খরচের কারণে পড়ালেখা করতে পারেছে না, এ বিষয়ে সরকারের সু দৃষ্টি কামনা করছেন রুপাইছড়া ঝড়ে পড়া ছাত্র ছাত্রীদের পরিবার পরিজন।