1. admin@notunkurisylhet.com : notun :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ নৌপথে চাঁদাবাজীর প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সভা নওগাঁর পত্নীতলাতে ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে দুটি বানর সীমান্তে ভারতের কয়লা খনিতে কাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন লোকমান ২২ সাংবাদিক রবিনূর মিয়া’র বাবার ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী আাজ নওগাঁর আত্রাইয়ের সাপের রাজা, রাজা ভাই চোরাকারবারীদের গডফাদার সীমান্তের চিহিৃত চাঁদাবাজ যুবলীগ নেতা রফ মিয়াকে গ্রেফতার করে পুলিশ সাবেক এমপি শেখ সুজাত মিয়ার স্বদেশ আগমন উপলক্ষে পুটিজুরীতে পথসভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন অঞ্চলের মাঠ গুলো সরিষার হলুদ ফুলে’র সাঁজে সেঁজেছে জলঢাকায় অনাথ আশ্রমে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমানের মতুন তথ্য প্রকাশ শুধু সময়ের অপেক্ষা

নতুন কুড়িঁ সিলেট নিউজ ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৩৯ বার পঠিত

নতুন কুড়িঁ সিলেট নিউজ ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‌” ঈদের পরই কিছু মানুষের মুখোশ উন্মোচন করব। রাজনীতিতে আসছি সরবে, দরকার পরলে চলে যাব নীরবে। কিন্তু যাওয়ার আগে অনেকের মুখোশ উন্মোচন করে দিয়ে যাব।”

 

শুক্রবার (৩০ এপ্রিল) শহরের মাসদাইর কবরস্থান মসজিদে জুমার নামাজের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি তার বড় ভাই সাবেক এমপি নাসিম ওসমানের কবর জিয়ারত করেন।

 

শামীম ওসমান বলেন, “আসছে ঈদুল ফিতর। রোজার মাস চলছে। কবে মরে যাই জানি না। আল্লাহ যদি ঈদের পরে সবাইকে সুস্থ রাখেন তাহলে নারায়ণগঞ্জের কিছু সত্য কথা বলব। কিছু সত্য জিনিস তুলে ধরব। কিছু মানুষের মুখোশ খুলব।”

 

করোনা মহামারি মানুষের জন্য় উপযুক্ত শিক্ষা উল্লেখ করে শামীম ওসমান বলেন, “করোনা আসছে আমাদের শিক্ষা দিতে। আল্লাহ বান্দাদের বোঝাতে চাচ্ছেন, কে আসলে প্রকৃত ক্ষমতাবান। দুনিয়ার বাহাদুরিতে কোনো বাহাদুরি নেই। মরে গেলে আপনার-আমার পরিচয় লাশ। অহংকার মাটির সাথে মিশে যাবে। কত মানুষ-ই তো ক্ষমতাবান ছিল। আজ তো তারা নেই। তারপরে আমাদের শিক্ষা হয় না।”

 

মানুষের কাছে ক্ষমা চেয়ে শামীম ওসমান বলেন, “আমার চালচলন, আচার-আচারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। রাজনীতি করি, তাই অনেক সময় অনেক কথা বলতে হয়। অনেকে হয়ত কষ্ট পেয়ে যান। মরে গেলে আমার জন্য হয়ত জীবিতরা ক্ষমা চাইতে পারবে। তাই বেঁচে থাকতে আপনাদের সকলের কাছে আমার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেকোনো ভুল বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আমি সব সময় ক্ষমা চাই। আল্লাহ বলছেন, তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা চাইলে খুশি হই।”

 

“আল্লাহ কয়দিন বাচাঁয় রাখল। জীবনে যেমন এসেছি সরবে তেমন চলে যাবো নীরবে। একইভাবে রাজনীতিতে আসছি সরবে, দরকার পরলে চলে যাব নীরবে।”

 

দুর্নীতিবাজদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, “আমাদের মধ্যে কিছু মানুষ ভালো হতে পারল না। কারো সম্পত্তি দখল করি, অহংকার করি। তাই সময় আছে, বেঁচে থাকতে তওবা করুন। আর মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন।”

 

শামীম ওসমানের বড় ভাই সাবেক সাংসদ নাসিম ওসমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting