হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী বাহুবল বাজারের রাস্তার বেহাল দশা প্রায় একযুগ ধরে।
সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বাহুবলবাসী। এজন্য উপজেলা প্রকৌশলীকেই দায়ী করছেন সচেতন মহল ও বাজার ব্যবসায়ীরা।
জানা যায়, প্রায় একযুগ ধরে মাঝে মধ্যে নামমাত্র সংস্কার কাজ করা হয় বাহুবলের ঐতিহ্যবাহী এই রাস্তায় কিন্তু দীর্ঘদিন যাবত রাস্তাটি পূর্ণ নির্মাণ করার কথা থাকলেও তা বন্ধ হয়ে আছে, বাজারের একমাত্র মেইন রাস্তাটি দায়সারা ভাবে মাঝে মধ্যে নামমাত্র মেরামত কাজ করেই আর কোনো কাজ করা হয়নি।
গত ২০২০ সালে উপজেলার বাগান বাড়ি থেকে বাহুবল সদর মেইন বাজার হয়ে চলিতাতলা সপ্ত ডিঙ্গা প্রেট্রোল পাম্প পর্যন্ত আর সি,সি ঢালাই ও কিছু অংশ পাকাকরণের উদ্যোগ নেয় উপজেলা প্রকৌশলী, রাস্তার ব্যয় ধরা হয় প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।
কিন্তু রাস্তাটি পূর্ণ নির্মাণের কাজ রহস্যজনক কারণে ২০২১ সালের মাঝামাঝি সময়ে থেমে যায়! ইদানিং রাস্তাটি নতুন করে পাকাকরণের কথা জানানো হয় উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে। কিন্তু কাজ কবে শুরু হবে বলতে পারছে না তারা।
গত কয়েক মাস পূর্বে এই রাস্তা ও করাঙ্গী নদীর ব্রিজের মেরামত কাজে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করতে গেলে এক সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে প্রকৌশলী, আর মামলার বাদী করা হয় সহকারী আলফাজ উদ্দিনকে।
ঐ মামলায় সংবাদকর্মী আজিজুল হক সানু প্রায় ২০ দিন কারাভোগ করেন। এরপর থেকে রাস্তার বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশ করতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অনীহা দেখা দেয়।
আর এই সুযোগটি কাজে লাগিয়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারের বিভিন্ন বরাদ্দ রদবদল করে বাহুবল সদর রাস্তার উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেয়া হয়, যার ফলে রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয় সামান্য বৃষ্টি আসলেই কাঁদায় পরিণত হয় বাহুবল বাজার।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তার উন্নয়ন কাজের জন্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার টেন্ডার হয়ে গেছে খুব শীগ্রই কাজ শুরু করা হবে।