নিজস্ব প্রতিবেদক” হবিগঞ্জের বাহুবলে নির্বাচনী গণসংযোগে দুর্বৃত্তদের ছুরিকাহতে আল আমিন(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে বাহুবল উপজেলার রাজাপুর বাজারে। নিহত যুবক উপজেলার মিঠাপুর গ্রামের মোঃ ছায়েদ মিয়ার পুত্র।
এলাকাবাসী জানান, রাত ৮টার দিকে রাজাপুর বাজারে বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর ঘোড়া মার্কা সমর্থনে গণসংযোগ চলছিল।
এ সময় দুর্বৃত্তরা গণসংযোগে হামলা চালায়। হামলায় আল আমিন আহত হলে তাকে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত্যু ঘোষণা করেন।