বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে পুলিশ ডাকাতি মামলা গ্রহণ না করায় মানববন্ধন করেছে বাদী পক্ষ। এ নিয়ে উপজেলার সাহাপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
মামলার বাদী ভাদেশ্বর ইউপি মেম্বার হাবিব উল্লার ছেলে সাহাপুর গ্রামের মিলন মিয়া মানববন্ধনকালে বলেন, গত ১১ ফেব্রুয়ারী রাত ১০ টায় নতুন বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় ডাকাতরা তার উপর হামলা চালায়। এ সময় সশস্ত্র ডাকাতরা ঝুটন দেবকে মোটরসাইকেল থেকে নামিয়ে রশি দিয়ে গাছের সাথে বেধে ফেলে এবং গামছা দিয়ে মুখ বেধে রাখে। এ মূহুর্তে মিলন মিয়া আসার সাথে সাথে ডাকাতদল তাকে কুপিয়ে নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়।এসময় তাদের চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় মিলন মিয়া বাদী হয়ে একই গ্রামের আব্দুল মন্নানের ছেলে নজরুল ইসলাম হেলাল, মৃত আব্দুল হেকিমের ছেলে আব্দুল মন্নান সহ ১০ জনকে আসামি করে মামলা দেন। কিন্তু বাহুবল মডেল থানা পুলিশ মামলাটি গ্রহণ না করায় বাদী পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত শত শত লোকজনের দাবী অবিলম্বে মামলা গ্রহণ করে আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য বাহুবল মডেল থানা পুলিশের প্রতি আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লা মেম্বার, মালেক মিয়া, শামীম আহমদ, মরতুজ আলী, মিজান মিয়া, ঝুটন দেব, আব্দুল মতলিব, ওমর ফারুক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।