সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৫ই ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে নয়টায় কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতান বুশরা এর সভাপতিত্বে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, মডেল ইন্সটেক্টর মিজানুর রহমান, সহকারী instractor শফিকুল ইসলাম কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় শ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, ৩০০ মিটার দৌড় ও টেবিল বল নিক্ষেপ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ছড়া চিত্রংকন গান, নৃত্য, এবং সুন্দর হাতের লেখা। খ বিভাগ তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড় এবং অংক দৌড়, সাংস্কৃতিক প্রতিযোগিতা কবিতা আবৃতি, চিত্র অংকন, নৃত্য, গল্প বলা, গান পল্লীগীতি, লোকগীতি, অন্যান্য উপস্থিত বক্তৃতা এবং একক অভিনয়।
বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার বারটি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণকারী তালিকাভুক্ত ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।