কে এমরায়হান ওসমানী নগর সিলেট: :ওসমানীনগরের সোয়ারগাঁও নামক স্থানে তামাবিল হাইওয়ে পুলিশ কর্তৃক সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে আটক হওয়ার ভয়ে হটাৎ একটি সিএনজি অটোরিক্সা মহাসড়কে ঘুরিয়ে দিলে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এমাদুর রহমান ওরপে এমাদ উদ্দিন (৩৫) নামের স্থানীয় দয়ামির বাজারের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের কাউরাই গ্রামের ছুরাব আলী মাস্টার এর ছেলে এবং দয়ামীর বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ছিলেন। তাঁর মৃত্যুতে দয়ামীর বাজারের ব্যবসায়ীসহ সর্ব মহলে শোক বিরাজ করছে।
জানা যায়, গত কাল১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হাইওয়ে পুলিশের উপর হামলা করেন। এতে এক পুলিশ সদস্য আহত হন। এরপর উত্তেজিত জনতা ১ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের ওসি (তদন্ত) মাসুদুল আমিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং কাভার্ড ভ্যান (নং ঢাকা মেট্রো ট ১৩-৫৩৬৮) আট করে থানায় নিয়ে আসেন। থানা পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।