নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউপির জিয়ল গ্রামে কচিকাঁচা শিশু শিক্ষার্থীদের স্কুল ব্যাগ,খাতা কলম ও খাবার বিতরণ করেন নবরূপ সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে প্রতিষ্ঠাতা সাঃ সম্পাদক নুরতাজ।
১৩ জানুয়ারী সোমবার বিকাল ৪ টায় জিয়ল গ্রামে কারিতাস বাংলাদেশ পরিচালিত উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় নুরতাজ বলেন, আমরা বিগত দুই বছর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করে আসছি। নিজস্ব অর্থায়নে তাদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করা আমাদের লক্ষ্য আগামীতে আরো বড় পরিসরে তা অব্যাহত থাকবে।
নওগাঁয় “নবরূপ সমাজ উন্নয়ন সংস্থা” কতৃক আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাঃ সম্পাদক নুর তাজ সহ আরো উপস্থিত ছিলেন,সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক এবং সাংবাদিক আবু রায়হান লিটন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মুজাহিদ হোসেন ও অনান্য সদস্য বৃন্দ।
নবরুপ সংস্থাকে সাধুবাদ জানিয়ে এলাকার সচেতন মহলের অনেকে বলেন, এই রকম সেবামূলক কার্যক্রম সঠিকভাবে অব্যাহত থাকলে দেশ ও সমাজ দ্রুত এগিয়ে যাবে।