বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে সিএনজি শ্রমিকদের দৈনিক চাঁদার টাকার হিসাব চাওয়া নিয়ে দুই সিএনজি স্ট্যান্ড শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ১৩ ফেব্রুয়ারী সকালে উপজেলার বাহুবল বাজারে।
সিএনজি মালিক ও শ্রমিক সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ টু বাহুবল সিএনজি স্ট্যান্ডে শ্রমিক সংগঠনের নামে দৈনিক চাঁদা কালেকশন করে আসছেন লাইনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ও সংগঠনের নেতা আব্দুল কাইয়ুম।
গত ৮ ফেব্রুয়ারী বুধবার রাত ৭ টার দিকে সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি সফিক চৌধুরী,ফরিদ মিয়া ও আব্দুল্লাহ মিয়াসহ কয়েক জন নেতৃবৃন্দ মিলে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজার আব্দুল কাইয়ুমের কাছে দৈনিক শ্রমিক চাঁদার টাকার হিসাব জানতে চাইলে আব্দুল কাইয়ুম ও তার সহযোগীদের সাথে বাক-বিতন্ডা সৃষ্টি হয়।
এক পর্যায়ে হবিগঞ্জ টু বাহুবল স্ট্যান্ড ও হামিদনগর টু সোয়াইয়া স্ট্যান্ড সিএনজি শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।বিষয়টি স্থানীয় মুরুব্বিদের নজরে আসলে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এর জের ধরে সোমবার ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টার দিকে দু’পক্ষের শ্রমিকরা সংঘর্ষের প্রস্তুতি নিলে
বিষয়টি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া ও বাহুবল সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরীর নজরে আসে। তারা তাৎক্ষণিক স্থানীয় ময়মুরুব্বিদের সাথে নিয়ে দু’পক্ষকেই শান্ত থাকার অনুরোধ জানান এবং বিষয়টি শালিসতার মাধ্যমে সমাধানের আশ্বস্ত করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
এ নিয়ে দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী ও আওয়ামীলীগ নেতা আয়াত আলী সহ কয়েকজন মুরুব্বি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা বিস্তারিত শুনার পর দু’পক্ষকে নিয়ে বসতে সম্মতি প্রকাশ করেন। তিনি জেলার মিটিংয়ের পর অফিসার ইনচার্জের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলে জানা গেছে।