বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে তেল,গ্যাস বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় দ্রুব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও ১০ দফা দাবীতে সারাদেশের ন্যায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাহুবল থানা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ৪নং বাহুবল সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাহুবল বাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাফেজ মোঃ আব্দুর রকিব,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আলফা বেগম,হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বাহুবল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সামায়ূন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ এখলাছ মিয়া তালুকদার,সাংগঠনিক সম্পাদক রুকু মিয়া সহ বিএনপির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।