এম এ ওয়াহেদ লাখাই( হবিগঞ্জ) প্রতিনিধিঃ লাখাইয়ে জেলা ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু – কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইসলামিক ফাউণ্ডেশন এর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও মাওলানা মহিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা।
বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার ফারুক, লাখাই উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, মাওলানা অলি উল্লাহ। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র – ছাত্রী অংশ নেয়।
প্রতিযোগিতার বিষয় ছিল ক্কিরাত,আজান,হামদনাত, রচনা,কবিতা ও উপস্থিত বক্তৃতা। প্রতিযোগিতায় ১ ম,২য় ও৩ য় স্থান অর্জন কারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ। পরিশেষে সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে আহত ও নিহতদের জন্য মোনাজাত করা হয়।