স্টাফ রিপোর্টার: বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে আলীয়া মাদ্রাসার নামে রাস্তার ছায়াবৃক্ষ কর্তন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১ টার দিকে পুটিজুরী স্নানঘাট সড়কের আশাতলা কবর স্থানের দক্ষিন পাশে লাগানো ৩ টি বড় ক্রসমেনজাম গাছ কেটে নিয়ে যায় একটি চক্র। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গাছকাটা শ্রমিকেরা জানায়, এটি স্নানঘাটের একটি আলীয়া মাদ্রাসার কাজের জন্য কাটা হচ্ছে। পরে খবর নিয়ে জানা যায়, স্নানঘাট দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার জন্য ওই মাদ্রাসার ব্যাবস্থাপনা পরিচালক মোশাহিদ মিয়া গাছগুলো কাটিয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার ব্যাবস্থাপনা পরিচালক মোশাহিদ মিয়া জানান, আমরা মাদ্রাসার কাজের জন্য স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামকে বলে আমরা ৩ টি গাছ কেটেছি।এ বিষয়ে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, মাদ্রাসার কাজের জন্য সরকারী গাছ কাটতে কারো অনুমতি নিতে হয়না।
তবে স্নানঘাট ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হোসেন রাহিন বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা, তাছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাস্তার পাশে লাগানো সরকারী গাছ কর্তন করাটা সম্পূর্ণ বেআইনি।
রাস্তার পাশে লাগানো সরকারী গাছ কাটার বিষয়ে ওই মাদ্রাসার সুপার মাওলানা যোবায়ের আহমেদ বলেন, আমাদের মাদ্রাসায় কিছু ব্রেঞ্চ- ডেক্স এর সংকট রয়েছে, তবে মাদ্রাসার নামে সরকারী গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তার পাশে সরকারী গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা। আমি স্নানঘাট ইউনিয়নের ভূমি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়ে বিষয়টি তদন্ত করতেছি।
এভাবে প্রতিনিয়ত রাস্তার পাশে লাগানো ছায়াবৃক্ষ কেটে জায়গাটিকে উঠান বানিয়ে ফেলতেছে একটি চক্র।