কে এম রায়হান ওসমানী নগর থেকে ::সিলেটের ওসমানীনগর উপজেলায় পানির অভাবে শুকিয়ে যাচ্ছে মাঠের উঠতি বোরো ফসল,বিপাকে রয়েছেন কৃষকরা। জমিতে ধান রোপনের পর থেকেই রয়েছেন পানি সংকটে।একাধিক হাওরের জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে।সেচের একমাত্র ভরসা হচ্ছে খাল,বিল,নদী,নালা ।
কিন্তু অগ্রহায়ণের শেষের দিকে সব কিছুর পানি শুকিয়ে যাওয়ায় সেচের কোন ব্যবস্থা থাকেনা।এ কারনে পানি সংকটে পড়তে হয় কৃষকদের।নদী নালা খাল বিল বন্ধ হওয়ার মূল কারন হচ্ছে অবৈধ দখলধারি।এসব দখলধারির কারনে কেবল বোরো ফসল ক্ষতিগ্রস্থ নয় বর্ষা আসলে ও সৃষ্টি হয় জলাবদ্ধতা।
নানান সমস্যায় উপজেলার অনেকেই ভুক্তভোগি হলে ও এদিকে জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কারো কোন নজরধারি নেই।উপজেলার বড়বন ,লেংগুরা , বানাইয়া,রুনিয়া হাওর সহ প্রায় প্রতিটি হাওরের বোরো ফসল রয়েছে পানি সংকঠে।
এছাড়াও বোরো ধানের ফলন ভালো হওয়াতে অনেকে আমন ধান ক্ষেতে বোরো ধান রোপন করে পড়েছেন বিপাকে।উপজেলা জুড়ে পানি সংকট এতোটাই ভয়াবহ যে নদী কিংবা খাল বিলেই অনেকে বোরো ধান চাষ করেছেন।
কেউ ধান গোলায় তুলেন কেউ আবার গো-খাদ্য হিসেবে ব্যবহার করেন।উপজেলার কৃষক আব্দুল মন্নান ও মুন্সি মিয়া বলেন,জমিতে চারা রোপনের পর ফলন নিয়ে আশাবাদি ছিলাম।কিন্তু পানি সেচের ব্যবস্থা না থাকায় জমি শুকিয়ে ফেটে গেছে,চারা লাল হয়ে মরে যাচ্ছে।উপজেলার বোরো চাষিরা জানান,কৃষকরা যে আশায় জমিতে ধান চাষ করেন তা অপূর্ণ থেকে যায পানির অভাবে। অনেকে রিন করে জমিতে ধান রোপন করেন কিন্তু আশানুরুপ ফলন না হওয়ায় হয়ে পড়েন রিনগ্রস্থ। নদী এবং খাল গুলো খনন এবং সঠিক রক্ষণাবেক্ষণ করলে এরকম পানি সংকটে পড়তে হতোনা বোরো চাষিদের।