এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ লাখাইয়ে লাখাই উপজেলা হিজরা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে এক সভা সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় উপজেলার ভাদিকারা গ্রামস্থ অস্থায়ী কার্যালয়ে সমিতির আহবায়ক মোছাঃ সুরমা হিজরার সভাপতিত্বে ও সদস্য সচিব আঁখি সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত। সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে সুরমা হিজরা কে সভাপতি, আখিঁ সাহাকে সাধারণ সম্পাদক, মোছাঃ ঝর্না হিজরাকে সাংগঠনিক সম্পাদক করে ১০( দশ) সদস্য বিশিষ্ট হিজরা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটির(২০২৩- ২০২৫) ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আমেনা আক্তার, অর্থ সম্পাদক কবিতা আক্তার, প্রচার সম্পাদক ময়না আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক ঐশী আক্তার, দপ্তর সম্পাদক পাখি আক্তার, নির্বাহী সদস্য ১) সাথী আক্তার ২) রত্না আক্তার।