আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনে বক্তব্য রেখেছেন আল আকসা মসজিদের ইমাম ও খতীব শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী।
এ সময় তিনি বলেন, মাদরাসা হচ্ছে মুসলমানদের শক্তিশালী দূর্গ।এখানে যারা পড়ালেখা করেন তারা সাধারণ মানুষের জন্য পড়ালেখা করেন। মাদরাসায় পড়ালেখা করেই ওলামা মাশায়েখ,মুহাদ্দিস ও ফিকহ হিসেবে নিজেদের গড়ে তুলেন। হযরত মুহাম্মদ (সঃ) এর পর ইসলামের জন্য সাহাবীরা অনেক পরিশ্রম করেছেন।
ইসলাম সারা পৃথিবী জুড়ে আজ ক্রমবর্ধমান এক শক্তিশালী ধর্ম।
মসজিদুল আকসার ইমাম হযরত মুহাম্মদ (সঃ)এর চাচা হযরত আব্বাস (রাঃ)এর বংশধর।শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী(রাঃ)কর্তৃক প্রতিষ্টিত জামেয়া ইসলামিয়া বানিয়াচং সিনিয়র ফাজিল (আলিয়া)মাদরাসার ৯৩ তম বার্ষিক ইসলামি মহা সম্মেলনে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেছেন মসজিদুল আকসার ইমাম।
৫ফেব্রুয়ারী রাত ৮টায় মাদরাসা প্রাঙ্গনে বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলন অনুষ্টিত হয়।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হেসেন খান‘র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান,উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান।
এ সময় ইসলামী বক্তব্য রাখেন মাওলানা শায়খ আবুল ফজল,মাওলানা শায়খ ফারুক আহমদ,মাওলানা শাহ নজরুল ইসলাম,মাওলানা মুফতি আমীরুল ইসলাম, মাওলানা শায়খ বদরুল আলম হামিদী,মাওলানা সালেহ আহমদ হামিদী,ড.সৈয়দ রেজওয়ান আহমদ,মাওলানা ফরিদ আহমদ খান,হাফেজ মাওলানা মাসরুরুল হক ছাড়াও আরও ওলামায়ে কেরাম।
বক্তব্য শেষে মসজিদুল আকসার ইমাম ও খতীব শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী মোনাজাত পরিচালনা করে সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করেছেন।এতে স্থানীয় হাজার হাজার মানুষ যোগদান করেছেন।