নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পরও নির্মম কাণ্ড ঘটিয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি। পুলিশের বর্ণনায় উঠে এসেছে সেই হত্যাকাণ্ডের নির্মম চিত্র।
দিনেশ একজন সবজি বিক্রেতা। তিনি চলতি বছরের ২৫ জানুয়ারি তার স্ত্রী হত্যা করেন। একদিন মরদেহ ঘরে রাখার পর একটি ফসলি জমিতে স্ত্রীকে মাটি চাপা দেন দিনেশ। আর মরদেহ যাতে দ্রুত পঁচে যায় সে জন্য ৩০ কেজি লবণও ছিটিয়ে দেন ওই ব্যক্তি। সেখানেই শেষ নয়। সন্দেহ এড়াতে স্ত্রী গোরের ওপর ফসলও লাগিয়ে দেন দিনেশ।
এর কয়েকদিন পর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন দিনেশ। সেই অভিযোগের দতন্ত করতে গিয়েই বেরিয়ে আসে আসল ঘটনা। পুলিশ জানিয়েছে, স্ত্রী পরকীয়া করছে এমন সন্দেহ থেকেই স্ত্রীকে হত্যা করেছেন দিনেশ।
এই ঘটনায় দিনেশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।