নতুন কুঁড়ি সিলেট নিউজ: তত্ত্বাবধায়ক সরকার বহাল ও দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবিতে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টা থেকে নগরীর কেসিসি মার্কেটের সামনে কেডি ঘোষ রোডে এই কর্মসূচি শুরু করা হয়। এর আগে রাত থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা।
তারা তত্ত্বাবধায়ক সরকার বহাল ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, রাজপথে সরকার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগের লোকজন ভয় পেয়েছে। তারা বিরোধী দলের সভা-সমাবেশ বানচাল করার জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছে।
জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলন চূড়ান্ত রূপ দিতে চায় বিএনপি। এ কারণে খুলনায় বৃহৎ পরিসরে বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের উদ্যোগ নেয় দলটি। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।
বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রিয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।