স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত, ঐতিহ্যবাহী আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি’র বহুল প্রতীক্ষিত ৩য় দ্বি-বার্ষিক নির্বাচন আজ ৫ ফেব্রুয়ারী রবিবার অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে বাজারের অলি-গলি ও ঢাকা-সিলেট মহাসড়কের আন্ত:জেলা বাস স্ট্যান্ডের গুরুত্বপূর্ণ স্থান৷ উক্ত সমিতির সূত্র জানায়, সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসে ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে ভোটার রয়েছেন ৩৩৭ জন। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৭জন প্রার্থী৷ এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী শেখ নোমান আহমদ, প্রচার সম্পাদক রাজু আহমদ ও দপ্তর সম্পাদক সুব্রত পাল৷
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সভাপতি মুরশেদ আহমদ হারিকেন প্রতীকে, নুরুল হক ছাতা৷ সহসভাপতি পদে আ: গফ্ফার চৌধুরী বেলাল চেয়ার প্রতীক, দুরুদ মিয়া টেলিফোন৷ সাধারণ সম্পাদক পদে মোঃ রুহেল আহমদ হরিন, সাইদুর রহমান চাকা৷ সাংগঠনিক সম্পাদক পদে আরশ আলী জাহাজ, সাইফুর রহমান মাছ৷ ক্যাশিয়ার আবুল কাশেম মাছ,মোশাররফ চৌধুরী আম ও সদস্য পদে লড়ছেন ৪ জন কামরুল ইসলাম চৌধুরী ফুটবল, রিবু আহমেদ ঘোড়া,রিপন দেব ইমন কবুতর ও সৌরভ আহমেদ কলস মার্কা৷
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে প্রধান নির্বাচন কমিশন হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল হামিদ নিকছন, সহকারী নির্বাচন কমিশন পদে দায়িত্ব পালন করছেন, মোঃ দুধু মিয়া চৌধুরী, মোঃ কনর মিয়া,আব্দুর রকিব ও আব্দুল জব্বার৷ কে হাসবে বিজয়ের হাসি এনিয়ে চলছে বাজারের হোটেল রেস্তোরায় সহ ব্যবসায়ীদের মধ্যে চুল-ছেঁড়া বিশ্লেষণ৷