নিজস্ব প্রতিনিধিঃ বাহুবল উপজেলার রশিদপুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ২রা ফেব্রুয়ারি জাঁকজমক ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে সভাপতি সম্পাদক সহ ৫টি পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।উক্ত নির্বাচনে ৩১৪জন ভোটারের মধ্যে প্রায় ২৮৫ জন সদস্য তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে হারুন আল রশিদ ছাতা ও মোঃ হেলাল উদ্দিন ঘোড়া মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ হারুন আল রশিদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেলাল উদ্দিন থেকে ৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
সহসভাপতি পদে মোঃ আব্দুল আজিদ মাছ, ছুরত আলী চাকা ও মোঃ মাহফুজ আহমদ জলিল মোরগ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ আব্দুল আজিদ ১৯ ভোট বেশি পেয়ে সহসভাপতি নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সিজিল মিয়া মোটর সাইকেল ও মোঃ ইউসুফ আলী হরিণ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ সিজিল মিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১শত ভোট বেশি পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে মোঃ আবিদ আলী টিউবওয়েল, মোঃ আমীর আলী আম,আমিনুল ইসলাম( উজ্জ্বল) তালা, ইমাম হোসেন শাহীন দোয়াতকলম ও মোঃ সাদেক মিয়া ফুটবল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ সাদেক মিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৫০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।