নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ আমেরিকাস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইনক’র উদ্যোগে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি বুধবার বিকালে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে ৩শতাধিক মানুষের মধ্যে শীতের চাদর বিতরণ করা হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আব্দুল কাইয়ূম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি এটি,এম,সালাম,সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, আওয়ামী লীগ নেতা, আবু ইউসুফ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দাস, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান,প্রেসক্লাবের সহ-সভাপতি এম,মুজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি শাহ্ সুলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাবেদ মিয়া, কোষাধ্যক্ষ মোজাহিদ আলম চৌধুরী, হবিগঞ্জ বানীর বার্তা সম্পাদক আমীর হামজা, সাংবাদিক মুহিবুর রহমান, সাংবাদিক সাগর মিয়া সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন,অতিথি বৃন্দ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ -১ আসনে আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা করেন৷