1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহুবলে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করলেন আব্দুর রউফ বাহার শান্তিগঞ্জে মহাসিং নদীর ফসল রক্ষা বাঁধ কেটে তাহিয়া ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ বাহুবলের বিধান ড্রাইভারের পরলোকগমন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আহলে সুন্নাত উলামা পরিষদের সীরাতুন্নবী সা.মহাসম্মেলনে ধর্ম উপদেষ্টা সুনামগঞ্জ বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বিশ্বম্ভরপুরে বিজিবি’র সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। আত্রাইয়ে অফসোনিন ফার্মা লিমিটেড এর উদ্যোগে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁয় এক বছর ধরে গাঁজার গাছ পরিচর্যা, অতঃপর আটক আত্রাইয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু

বানিয়াচংয়ে মাদকসেবীর হামলায় পুলিশ সদস্যর মৃত্যু

আকিকুর রহমান রুমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মার্কুলী বাজার নৌ পুলিশ ফাড়িতে কর্মরত পুলিশ কনস্টেবল আবু সাদাত মোঃ জাহাঙ্গীর আলমকে হামলা করে হত্যা করেছে এক মাদকসেবী।

 

 

নিহত পুলিশ কনস্টেবল ময়মনসিংহ কোতওয়ালী থানার শষ্যমালা গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক ছিলেন।

 

 

হত্যাকারীর নাম পলক দাস (২৮)।সে বানিয়াচং উপজেলার জগন্নাথ পাড়া‘র ক্ষীরমোহন দাসের পুত্র।পেশায় রাজমেস্তরী পলক দাস  একজন মাদকসেবী ছিল।রাতেই পুলিশ ঘাতক পুলক দাসকে গ্রেফতার করেছে।

 

 

৩০জানুয়ারী রাত সাড়ে ৮টায় মার্কুলী বাজারের রুহেল ভ্যারাইটিজ ষ্টোরে পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলমের উপর অতর্কিতে মেজারিং স্টেপ(মাপজোখের ফিতা)দিয়ে মাথার উপর আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার সময় আহত পুলিশ কনস্টেবল ও তার সহকর্মী শাওন ঝাপটে ধরেন।

 

 

এ সময় পুনরায় ওই পুলিশ কনস্টেবলকে গলা চেপে ধরে হত্যাকারী পলক।গুরুতর আহত অবস্থায় পুলিশ কনস্টেবল কে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রাত ১২টায় নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

 

 

এলাকাবাসী ও নৌ পুলিশ ফাড়ি সূত্রে জানা যায়,পূর্বের দিন(২৯ জানুয়ারী)রবিবার নিহত কনস্টেবল জাহাঙ্গীর আলম মাদকসেবী পলক দাস কে মাদক সেবন পরিহার করে সুস্থ সুন্দরভাবে চলার পরামর্শ দেন।

প্রকাশ্যে মার্কুলি বাজারে পরামর্শ ও শাষন করায় ক্ষিপ্ত হয়ে পরদিন মুখোশ পরে অতর্কিতে হামলা চালিয়েছিলো হামলাকারী পলক।

 

 

ঘটনার সত্যতা স্বীকার করে  ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জু কুমার দাস জানান,আমি ঘটনাস্থলে ছিলাম না। মানুষের কাছ থেকে এবং ওই হামলাস্থলের সিসি টিভি‘র ফুটেজ দেখে জেনেছি মাদকসেবী পলক দাস পুলিশ কনস্টেবলের উপর হামলা করেছে।

 

 

আহত পুলিশ কে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানোর সময় আমি ঘটনাস্থলে এসে ওসি ও ফাড়ি ইনচার্জ কে অবহিত করেছি।

 

 

নিহত পুলিশ কনস্টেবলের এক সহকর্মী জানিয়েছেন, মাদকসেবী পলক দাসকে মাদক পরিহার করার পরামর্শ দেওয়াই নিজের জীবনের জন্য কাল হয়েছে জাহাঙ্গীর আলমের।

 

 

মার্কুলি নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান,এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ঘাতক পলক দাসকে গ্রেফতার করা হয়েছে।

 

 

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব বলেন,হত্যার কারণ এখনও স্পষ্ট নয়।তবে প্রাথমিকভাবে বলা যায় মাদক সেবন পরিহার করা সংক্রান্ত ক্ষোভ থেকেই এই হামলা হতে পারে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে পাঠানো হয়েছে।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting