তোরা একটুখানি ভাবিস জীবনটা নিয়ে
স্বাধীন চেতায় ঘুরছো কেন কিছুতো কর
অযথা মাথা ঘামাইসনি চিন্তায় মগ্ন রেখো।
স্বপ্ন দেখো চলার পথে ভাবো ফিউচার নিয়ে
ঘুরে ফিরে তাকায় কি করি আর না করি
ফিরে যাও তোরা ভাবনায় কিছু একটা বুনো।
থামানো যাবেনা ভাবনাটাকে চালিয়ে যাও
মানব জাতি তাইতো ভাবো স্বছ জীবন নিয়ে
অপেক্ষায় পহর গুণে যাও সময় চলে যায়।
প্রচেষ্টায় সাফল্য একদম মিথ্যে যায় না বলা
কিছু একটা হবে লেগে থাকায় শেষ উপায়
ধরা দিবে তোমার ডোরে স্বপ্নের এক হরিণ।
প্রকাশ ছাদিকুর রহমান