1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে ভোক্তা অধিকারের শাহপরান বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে ৩ দিনে এক ইউনিয়ন থেকে ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার! প্রবাসীর স্ত্রী মৃত্যুতে এলাকায় নানান গুঞ্জন মহাদেবপুরে মোবাইলে চার্জ দিতে গিয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সুনামগঞ্জের ধোপাজানে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি নওগাঁর রাণীনগরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁর মান্দায় বাজপাখির আক্রমণে এক শিক্ষার্থী আহত নওগাঁর আত্রাইয়ে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি রেজু, সম্পাদক তছলিম খাস নক্স বন্দী মুজাদ্দেদী তরিকার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে ইফা’র শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান বাগেরহাটে বাস টার্মিনাল অবৈধ দখলে! সংবাদ সম্মেলন 

বানিয়াচংয়ে গড়ের খাল পুনঃখনন কাজের উদ্ধোধন করলেন এমপি-মজিদ খান”,, বাঁধা দিলে আইনী এ্যাকশনের হুশিয়ারি-উপজেলা চেয়ারম্যান

আকিকুর রহমান রুমন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২১৮ বার পঠিত

আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক গড়ের খাল ও পাচটি শাখা খালের পুনঃখনন কাজের উদ্ধোধন করা হয়েছে।

 

 

শনিবার(২৮ জানুয়ারী) দুপুর আড়াইটার সময় উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের কুন্ডুরপাড় নামক স্থানে পুনঃখনন কর্মসূচীর উদ্ধোধন করা হয়।

 

 

 

উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

এ উপলক্ষ্যে বিকাল ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সভা অনুষ্টিত হয়। সভায় এমপি আব্দুল মজিদ খান বলেন,আমি আমার পূর্ব পুরুষদের ঐতিহাসিক স্মৃতিরক্ষার কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি।সেই সাথে পরবর্তী প্রজন্মের জন্য একটি আগামীর সুন্দর সবুজ বানিয়াচং রেখে যেতে পেরেও নিজেকে গর্বিত মনে করেছি।

 

 

আমি বানিয়াচং উপজেলায় প্রায় সাড়ে তিন‘শ কোটি টাকার উন্নয়ন করেছি। এরমধ্যে আমার সবচেয়ে আত্মতৃপ্তির কাজ হচ্ছে গড়ের খাল পুনঃখননের কাজ।

সুন্দর আগামীর বানিয়াচং গড়তে এবং বানিয়াচংয়ের উন্নয়ন অব্যাহত রাখতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

 

 

 

বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ,হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমদ লস্কর,ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,হায়দারুজ্জামান খান,আরফান উদ্দিন,আনোয়ার হোসেন,আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান খান,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া,ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন প্রমূখ।

 

 

উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী তার বক্তব্যের মাধ্যমে খনন কাজের সবার সহযোগীতা করে বলেন,যদি কেউ খনন কাজে বাঁধা সৃষ্টি করে তাহলে এটা যেহেতু সরকারি কাজ এটা আইনী ভাবে সাথে সাথে এ্যাকশন নেওয়া হবে বলে উল্লেখ করেন।

তার বক্তব্য শেষে বিকাল সাড়ে ৫টার দিকে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

 

 

প্রাচীন লাউর রাজ্যের রাজধানী বলে খ্যাত বানিয়াচং গ্রাম। বানিয়াচং উপজেলায় ১৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে বানিয়াচং গ্রামটির ভিতরে বর্তমানে চারটি ইউনিয়নের অবস্থান।

 

 

বানিয়াচং গ্রামটির চারপাশে একটি প্রতিরক্ষামূলক গড়বেষ্টিত খাল বিদ্যমান আছে।যেটি এই গ্রাম তৈরির সাথে সাথেই সৃষ্টি করা হয়েছিলো।

কালের পরিক্রমায় খালটি ভরাট হতে হতে সংকীর্ণ হয়ে পড়েছে।

 

 

এছাড়াও দখল ও দূষনের ফলে ঐতিহাসিক এই খালটি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো।

ইতিমধ্যে খালটি ভরাট ও দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সেচ ও পানীয় জলের জন্য গভীর ও অগভীর নলকূপে সমস্যা তৈরি হচ্ছে।

 

 

 

পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধানে ৭কোটি ১৬ লক্ষ ১৫ হাজার টাকার বরাদ্দকৃত অর্থ দিয়ে গড়ের খাল খনন প্রকল্পের মাধ্যমে খনন কাজ শুরু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্রে জানা যায়, গড়ের খাল খনন প্রকল্পের মাধ্যমে গড়ের খাল পার্ট-১ এ ১৫ কিলোমিটার ও গড়ের খাল পার্ঠ-২ এবং একই প্রকল্পের মাধ্যমে আরও ৫টি শাখা খাল খনন করা হবে যার দৈর্ঘ্য হবে মোট ৩১.৬০০ কিঃমিঃ।

গড়ের খালের পার্ট-১ ও পার্ট-২ এর নীচের প্রস্থ হবে ৭ মিটার।

 

শাখা খালগুলোর নীচের প্রস্থ হবে ৬ মিটার থেকে ১.৮০ মিটার পর্যন্ত।  গড়ের খালের তীরে ৪ হাজার বৃক্ষরোপন করা হবে।

 

 

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন,প্রকল্পটির কাজ অত্যন্ত সতর্কতা ও নিবিড় তত্তাবধানের মাধ্যমে এগিয়ে চলছে। সকলের সহযোগীতায় খনন কাজ শেষ করা গেলে এটি বানিয়াচংবাসীর অনেক উপকারে আসবে।

 

 

প্রকল্পটি বাস্তবায়ন করা হলে নৌপথ তৈরি হওয়া ও জলাবদ্ধতা দূরীকরণের পাশাপাশি অত্র খালে তৈরি হবে মাছ ও পাখির অভয়রাণ্য।সেই সাথে বাড়বে সেচ সুবিধা এবং পানীয় জলের সংকট দূর হবে।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting